কবিতা

 সন্ধ্যার আকাশের শুকতারা যখন অন্ধকারে আচ্ছন্ন 

সমুদ্রের ঢেউ যখন উন্মাদ শুয়োর এর ন্যায় গর্জন করে

সেগুন গাছের শুকনো পাতার উপর হেটে যায় কাঠবেড়ালি

তখন তোমার নিঃসঙ্গতা অনুভব করে কবিতা লিখি ।।



কুমোর যখন নরম মাটি তার কালচে আঙ্গুল দিয়ে স্পর্শ করে

ভোরের শিশির যখন ধানের ক্ষেতের দূর্বা ঘাসের উপর পড়ে

মাঝি রা যখন তিস্তা নদীর শীতল জলে প্রথম খেয়া স্পর্শ করে

তখন তোমার নিঃসঙ্গতা অনুভব করে কবিতা লিখি ।।



শীতের ভোরে উষ্ণ চায়ের কাপে চুমুক দিতে দিতে 

বর্ষার কোনো নিঝুম রাতে পথের পাঁচালী হাতে নিয়ে

দুরন্ত প্রেমের সাথে একরাশ একবুক অভিমান নিয়ে

তোমার নিঃসঙ্গতা অনুভব করে কবিতা লিখি 



বেলী ফুলের পাপড়ি যখন ঝরে পড়ে মৃদু হাওয়ায়

বাড়ির আঙিনায় যখন ভালোবাসার ঘড়ি বন্ধ হয়ে যায়

হাতে কলমের দাগ আর মনে বেদনার একাকিত্ব নিয়ে

তোমার নিঃসঙ্গতা অনুভব করে কবিতা লিখি 

  সত্যি.....

.এখনো কবিতা লিখি 🩷♥️


Comments